BY- Aajtak Bangla
3 NOVEMBER, 2023
চলতি মাসেই কালী পুজো বা দীপাবলি। আর তার ঠিক আগেই হিন্দুদের আরও এক উৎসব -ধনতেরাস।
কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস।
দীপাবলির ঠিক দু'দিন আগে, ধন ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি জয়ন্তীই সংক্ষেপে বলা হয় ধনতেরাস।
বিশ্বাস করা হয় যে, এদিন আয়ুর্বেদিক ওষুধের জনক ধন্বন্তরী দেব সমুদ্র মন্থন করে, অমৃত নিয়ে আবির্ভূত হন।
ধনতেরাসে সোনা, রুপো এবং যে কোনও ধাতুর পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
১০ নভেম্বর, শুক্রবার বেলা ০২:৩৫ মিনিটে শুরু হয়ে, ১১ নভেম্বর, শনিবার সকাল ০৬.৪০ মিনিটে শেষ হবে ধনতেরাস।
কেনাকাটার শুভ সময়- ১১ নভেম্বর, শনিবার সকাল ০৬.৪০ মিনিট থেকে এদিন বেলা ০১.৫৭ মিনিট পর্যন্ত ।
গোটা দেশের হিন্দুরা এই উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করে। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা -রুপো বা ধাতু কিনলে পরিবারে সুখ- সমৃদ্ধি ঘটে।