BY- Aajtak Bangla
8 NOVEMBER, 2023
কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। ধন ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি জয়ন্তীই সংক্ষেপে বলা হয় ধনতেরাস।
এবার এই উৎসব পালিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। কেনাকাটার জন্য ধনতেরাসের দিন খুবই শুভ বলে মনে করা হয়।
সোনা, রুপো ও পিতলের বাসন কেনার পাশাপাশি এদিন ঝাড়ু কেনার প্রথাও রয়েছে। কেন এই রীতি জানেন?
ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে ঘরে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয়।
বিশ্বাস অনুযায়ী, ঝাড়ু নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে ইতিবাচকতা ছড়িয়ে দেয়। ঝাড়ু বাড়িতে সুখ এবং সমৃদ্ধির কারণ হিসেবে বিবেচিত।
ধনতেরাসের দিন বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পরে একটি সাদা সুতো বেঁধে দেওয়া উচিত। দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং বাড়ির আর্থিক অবস্থা ভাল হয়।
দীপাবলির দিনে মন্দিরে ঝাড়ু দান করার প্রথাও রয়েছে। কথিত আছে যে, এদিন ঝাড়ু দান করলে দেবী লক্ষ্মী ঘরে আসে।
তবে দীপাবলিতে দান করা ঝাড়ু ধনতেরাসেই কেনা উচিত। ঘরে কখনও উল্টো ঝাড়ু রাখা উচিত নয়। এতে ঘরে কলহ বাড়ে বলে কথিত আছে।
ঝাড়ু কখনও বাড়ির বাইরে বা ছাদে রাখা উচিত নয়। কথিত আছে, এতে বাড়িতে চুরির আশঙ্কা থাকে।