27 OCTOBER,, 2024
BY- Aajtak Bangla
সংসারে শান্তি, সমৃদ্ধি আনতে বাস্তুশাস্ত্রের ভূমিকা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
বাস্তুশাস্ত্রের মতে, ঘরে থাকা নানান জিনিস সংসারের শ্রীবৃদ্ধিতে ভূমিকা পালন করে। সেই তালিকায় রয়েছে ঝাঁটা।
ধর্মীয় মতে, মা লক্ষ্মীর প্রতীক হল ঝাঁড়ু বা ঝাঁটা। তবে সৌভাগ্যের জন্য ঘর পরিষ্কারের এই ঝাঁটা কিনতে হবে সঠিক সময়ে। তবেই সদয় হবে ভাগ্য।
বিশেষ করে দীপাবলি অথবা ধনতেরাসে ঝাঁটা কিনলে পরিবারে সুখ-সম্বৃদ্ধি আসে বলে মনে করা হয়।
আগামী ৩১ অক্টোবর দীপাবলি। আর তার আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়।
ধনতেরাসের দিনে লক্ষ্মী, ধন কুবের ও ধন্বন্তরী দেবীর পুজো করার রীতি রয়েছে। এদিন সোনা-রূপা সহ বিভিন্ন জিনিস কেনার চল রয়েছে। তেমনই হিন্দু ধর্ম মতে, এই দিনে ঝাঁটা কেনাও শুভ।
বাস্তু অনুযায়ী, পুরনো অথবা ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয়। পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে অবশ্যই নতুন ঝাঁটা কিনতে হবে।
এমনকী কথিত রয়েছে, নতুন ঝাঁটা না কিনে পুরনোটিকে ফেলে দিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। একইসঙ্গে ধনতেরাসের মতো শুভ দিনে ঝাঁটা ফেলে দেওয়া উচিত নয়।
বাড়িতে কোথায় ঝাঁটা রাখবেন তাও খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে মাটিতেশুইয়ে ঝাঁটা রাখলে শুভ। আর সেই ঝাঁটা যেন দেখা না যায়।
বাইরে থেকে ঝাঁটা দেখা গেলে তা অশুভ এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের সমস্যা বয়ে আনতে পারে। চাইলে উত্তর-পূর্ব দিকেও ঝাঁটা রাখতে পারেন।