BY- Aajtak Bangla

হারিয়ে যাওয়া ভাল সময় ফিরিয়ে আনবে প্রদীপ, বাস্তু টোটকা  

23 JULY, 2024

হিন্দু ধর্মে পুজো, উৎসবে প্রদীপের ব্যবহার বহুদিন থেকেই প্রচলিত। 

প্রদীপ ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে, এটাই মানা হয়ে আসছে প্রাচীনকাল থেকে। 

হিন্দু শাস্ত্রে প্রদীপের আরও অনেক ভাবে ব্যবহারের কথা বলা হয়েছে।

প্রদীপ বিভিন্ন সমস্যা থেকে মুক্তির পথ দেখায়। জানুন কীভাবে ব্যবহার করবেন। 

রাহু-কেতুর দশা থেকে মুক্তি পেতে তিসির তেলে প্রদীপ জ্বালিয়ে রাখুন। 

অর্থের অভাব থাকলে মা লক্ষ্মীর সামনে রোজ সাতমুখী প্রদীপ জ্বালান ও মহালক্ষ্মী মন্ত্র জপ করুন।

রোজ সকালে সূর্য স্নানের পর দেশী ঘিয়ের প্রদীপ জ্বেলে পুজো করুন। 

ছেলেমেয়ে পড়াশোনায় অমনোযোগী হলে প্রতি বুধবার গণেশের সামনে দেশী ঘিয়ের তিনটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। 

পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়ানোর জন্য রোজ সন্ধ্যায় দরজার দু'দিকে তেল দিয়ে প্রদীপ জ্বালান।

তাই নিজেকে ও পরিবারকে ভাল রাখতে রোজ ঘরে ব্যবহার করুন প্রদীপ।

 তবে চ্যুইংগাম সবসময় পলিথিন টক্সিন ফ্রি খাবেন। এগুলি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে।