10 January 2025
BY- Aajtak Bangla
অতি সরল প্রকৃতির মানুষদের জীবনে বহু সমস্যা হয়। আচার্য চাণক্য এ বিষয়ে একটি নীতি দিয়েছেন। এ প্রসঙ্গে আচার্য চাণক্য কী বলেছেন তা জানা জরুরী।
চালাকের অর্থ ধূর্ত নয়। ধূর্তরা অন্যের ক্ষতি করার চেষ্টা করে জীবনে এগোনোর চেষ্টা করে। বরং চালাক, বুঝদার হোন। জীবনযুদ্ধে আপনার জয় হবে।
এই নীতি অনুসারে, যাদের স্বভাব খুব সরল, তা মঙ্গলজনক নয়। যে গাছই সোজা হোক না কেন, সেগুলোকেই আগে বেছে নেওয়া হয় কাটার জন্য। এর মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে।
চাণক্য বলেন, যাদের স্বভাব প্রয়োজনের চেয়ে বেশি সহজ-সরল তাদের সমাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ধূর্ত লোকেরা তাদের সরল প্রকৃতির সুযোগ নেয়।
এই ধরনের মানুষ দুর্বল বলে মনে করা হয়। মানুষকে একটু চালাক এবং চালকও হতে হবে। যাতে সে তার জীবনের লক্ষ্য অর্জন করতে পারে এবং সমাজের খারাপ লোকদের মধ্যে নিরাপদে থাকতে পারে।
একজন ব্যক্তিকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখতে হবে।
নিজের দুর্বলতা কারও কাছে প্রকাশ করবেন না। একই জিনিস বিভিন্ন উপায়ে চিন্তা করুন।
অন্যের প্রতিটি কার্যকলাপে মনোযোগ দিন। অন্যের ক্রিয়াগুলি নিজের সম্পর্কে অনেক কিছু শেখায়।
যে কাজে লাভ বেশি, ক্ষতি কম, সেই কাজ আগে করুন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।
একজন সাধারণ মানুষ না জেনেই কাজ শুরু করেন, অথবা কোনও জ্ঞান ছাড়াই কাউকে জ্ঞান দিতে শুরু করেন। একজন চতুর ব্যক্তি জেনে তারপরই কাজ করে বা কোনও বিষয়ে কথা বলে।