18 February, 2024
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে,টাকাকে শুভ বলে মনে করা হয়। ধনদেবী হলেন মা লক্ষ্মী। তাই টাকার অযত্ন করতে নেই।
বাইরে বেরোলে আমরা মানিব্যাগ বা ওয়ালেটে টাকা রাখি।
অনেক সময়ই আমাদের মানিব্যাগে এলেমেলো ভাবে টাকা রাখি।
জ্যোতিষ মতে, মানিব্যাগে ঠিক করে টাকা না রাখলে অর্থকষ্ট হতে পারে।
মানিব্যাগে পুরনো কাগজ, বিল, রশিদ রাখা ঠিক নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে।
এলোমেলো ভাবে টাকা রাখা ভাল নয়। প্রথমে বড় নোট রাখুন। তারপরে ছোট নোট রাখুন।
মানিব্যাগে নোট এবং কয়েন কখনও একসঙ্গে রাখবেন না।