BY- Aajtak Bangla
16th September, 2024
ঘড়ি আর সময় দুটোই সম্পৃত্ত। মানুষের জীবনে ঘড়ির গুরুত্ব অনেক।
ঘড়ি শুধু সময়ই বলে না, ভালো-মন্দ সময়েও অবদান রাখে। এমনকি বাস্তুশাস্ত্রেও ঘড়িকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, যদি ঘরে ঘড়িটি সঠিক দিকে না বসানো হয় বা নষ্ট হয়ে পড়ে থাকে, তাহলে একজনকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে।
সেই সঙ্গে অনেক চেষ্টা করেও ফল না পাওয়ায় প্রতিটি কাজেই বাধা বিপত্তি বাড়তেই থাকে।
বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে যখন বাড়ির দেওয়ালে ঘড়ি লাগান, তাহলে ইতিবাচক শক্তি সৃষ্টি হয়। আটকে থাকা অনেক কাজগুলিও সম্পূর্ণ হয় তাতে।
বাস্তু মতে, ভাঙা বা বন্ধ ঘড়ি কখনওই ঘরে রাখবেন না। দেওয়ালে এমন ঘড়ি রাখবেন না, যার কাচ ভেঙে গিয়েছে।
ঘরে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখলে পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
বাস্তু অনুসারে, বন্ধ ঘড়ির মতো পরিবারের সদস্যদের অগ্রগতিও থেমে যায়, তাই ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা অবিলম্বে বদলে দিন।