26January 2024
BY- Aajtak Bangla
বাস্তু শাস্ত্র অনুসারে মানুষকে ঘুমনোর সময় নিজের পায়ের দিকে খেয়াল রাখা উচিত।
বাস্তু শাস্ত্র অনুসারে কখনও শোয়ার সময় দক্ষিণ দিকে পা রাখা উচিত নয়।
বাস্তু শাস্ত্র অনুসারে দক্ষিণ দিক যমদূত, যম আর নেতিবাচক শক্তির দিশা।।
বাস্তু শাস্ত্র অনুসারে কেউ দক্ষিণ বা পূর্ব দিকে পা দিলে নেতিবাচক শক্তিকে ঘরে ডেকে আনে।
বাস্তু শাস্ত্র অনুসারে এই দিকগুলিতে পা করে শুলে ভয়ঙ্কর স্বপ্ন আসতে পারে।
সেই সঙ্গে ওই ব্যক্তি হতাশ ও নিরাশার শিকার হতে পারেন, তাঁর জীবন দূর্বিষহ হতে পারে।
বাস্তু শাস্ত্র অনুসারে কারও পূর্ব দিকে পা দিয়ে শোওয়া উচিত নয়। এটি সূর্যোদয়ের দিক।
পূর্ব দিকে পা দিয়ে শুলে নেতিবাচকতা বাসা বাঁধে। কাজে কর্মে মন থাকে না।
বাস্তু শাস্ত্র অনুসারে শোওয়া সময় উত্তর দিকে পা করে শোওয়া উচিত। তাতে সুখ-শান্তি-সমৃদ্ধি আসে।