BY- Aajtak Bangla
28 OCTOBER, 2023
যে কোনও সংসারের সুখ-শান্তি-সমৃদ্ধির উপরে সেই বাড়িতে থাকা তুলসী গাছের গুরুত্ব অপরিসীম ৷
বাস্তুবিদেরা বলে থাকেন, তুলসী গাছের নিয়মিত যত্ন নেওয়া উচিত৷ তুলসী মঞ্চে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজো করলে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন ৷
কিন্তু, আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছি, যাঁরা বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত তুলসী পূজার গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানি না।
বিশেষজ্ঞদের মতে, এমন কিছু জিনিস রয়েছে যে গুলো কোনও ভাবেই কখনও তুলসী গাছের কাছাকাছি রাখা উচিত নয়, এতে বিপদ নেমে আসে।
তুলসী গাছের কাছে কখনওই ক্যাকটাস, অর্থাৎ, কাঁটা জাতীয় গাছ রাখা উচিত নয়৷ এতে সংসারে নেতিবাচকতা বাসা বাঁধে।
ছাদে কখনই তুলসী গাছ রাখবেন না।
বাস্তুশাস্ত্র অনুসারে, মহাদেবের ছবি বা শিব লিঙ্গ ভুল করেও তুলসী গাছের কাছে রাখা উচিত নয়।
তুলসী গাছের কাছে কখনওই গণেশের মূর্তি রাখা উচিত নয়৷ লক্ষ্য করে দেখবেন, গণেশের পুজোতেও তুলসী পাতা নিবেদন করা হয় না।
ভুলবশত-ও কখনও তুলসী গাছের কাছে ঝাড়ু রাখা উচিত নয়। তুলসী গাছ পবিত্র এবং পুজনীয়। তুলসী গাছের কাছে ঝাড়ু রাখলে ঘরে দারিদ্র্য নেমে আসে।