20 January 2024
BY- Aajtak Bangla
মা কালী বাংলায় প্রায় ঘরে ঘরে পুজিত হন। বছরে একবার মা কালীর পুজো বড় করে করা হয়।
তবে অনেকেই জানেন না যে ঠিক কোন বারে মা কালীর পুজো করা সবচেয়ে ভাল।
তাহলে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিন পুজো করলে মা কালী আশীর্বাদ দেন।
শাস্ত্রে শনিবারকে পবিত্র বলে মনে করা হয়েছে। শনিবারের সঙ্গে শনিদেবের যোগ রয়েছে।
তবে, এই দিনে মা কালী সহ অনেক দেবদেবীরও পুজো করা হয়।
এটা বিশ্বাস করা হয় যে মা কালী তাৎক্ষণিকভাবে তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এবং গোপন শত্রুদের হাত থেকে রক্ষা করেন।
তাই প্রত্যেক সাধকের উচিত মাতৃদেবীর আরাধনার পাশাপাশি 'কালী চালিসা' পাঠ করা।
কথিত আছে যে ভক্তরা যারা দেবী কালীকে খুশি করতে চান তাঁরা শনিবার দেবীর বিশেষ পুজো করতে পারেন।