20 AUGUST, 2024

BY- Aajtak Bangla

একমুঠো চালেই রাতারাতি বদলাবে কপাল, এই উপায়ে খুলবে অর্থ ভাগ্য

 হিন্দু ধর্মে চালকে খুবই শুভ বলে মনে করা হয়। চাল প্রধানত যে কোন শুভ ভ কাজে ব্যবহৃত হয়। চাল  ছাড়া কোন পুজোই সম্পূর্ণ হয় না।

চাল  অক্ষত আকারে দেওয়া হয়। বলা হয়, অক্ষত চাল আস্ত থাকে। জ্যোতিষশাস্ত্রেও চালের  অনেক প্রতিকারের কথা বলা হয়েছে।  

জ্যোতিষ শাস্ত্রে উল্লেখিত কিছু প্রতিকার মেনে চললে একজন মানুষের ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়ে যায়। শাস্ত্রে চালকে চন্দ্রের রূপ ধরা হয়েছে। চন্দ্র গ্রহের সঙ্গে  সম্পর্কিত ত্রুটিগুলি দূর করতেও চালের  প্রতিকার ব্যবহার করা হয়।

শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির আর্থিক অবস্থা ভাল না হয় তবে তাকে অন্তত আধা কেজি চাল নিয়ে শিবলিঙ্গের সামনে বসতে হবে। ওম নমঃ শিবায় ১০৮  বার জপ করুন। এবার শিবলিঙ্গে একমুঠো চাল নিবেদন করুন। অবশিষ্ট চাল কোন অভাবী ব্যক্তিকে দান করুন। এর মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করবে।

শাস্ত্র মতে, আর্থিক লাভের জন্য ২১টি চাল একটি লাল রেশমি কাপড়ে রেখে পার্সে রাখতে হবে। এর কারণে ব্যক্তির আকস্মিক আর্থিক লাভ হয়।

শাস্ত্র মতে, পিতৃদোষ থেকে মুক্তি পেতে হলে অমাবস্যার দিনে চালের পায়েস কাককে খাওয়াতে হবে। এটি আপনাকে পিতৃদোষ থেকে মুক্তি দেবে।

যদি কোনও ব্যক্তি আর্থিক সংকটে ভুগে থাকেন তবে চাল এবং দুধের সঙ্গে  তিল মিশিয়ে দেবী লক্ষ্মীর নামে যজ্ঞ করুন। এতে দারিদ্র্য দূর হবে।

যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ভালো চাকরি না পান, তাহলে তাকে ৭ দিন কাককে মিষ্টি ভাত খাওয়াতে হবে, এটি চাকরি পেতে সাহায্য করবে।