BY- Aajtak Bangla
1 February 2024
তালা-চাবি আমাদের লাগেই। বাড়ির দরজায় তালা-চাবি লাগাই আমরা।
ভাল তালা-চাবি না হলে ঘরের সুরক্ষা মজবুত হবে না।
আবার এই তালা-চাবি দিয়েই ভাগ্যের চাকা ঘুরে যাবে। কী ভাবে? জানুন...
জ্যোতিষ মতে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসিমুখে দোকান থেকে তালা-চাবি কিনুন। কোনও দরদাম করবেন না।
খেয়াল রাখবেন, কেনার সময় তালা-চাবিটি যেন বন্ধ অবস্থায় থাকে। তার পরে তালা-চাবিটি রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে রাখুন।
পরের দিন, অর্থাৎ, শনিবার তালা-চাবিতে আট ফোঁটা সরষের তেল লাগান।
এরপর তালা-চাবিটি কোনও মন্দিরে গিয়ে রেখে আসুন।
জ্যোতিষ মতে, এটা করলে অর্থলাভ হয়। সুখ-শান্তি বজায় থাকে সংসারে।