BY- Aajtak Bangla
13 March 2024
জীবনে চলার পথে টাকা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
টাকা ছাড়া জীবন চলে না। তাই টাকার গুরুত্ব অপরিসীম।
অনেক সময়ই আর্থিক সমস্যায় পড়তে হয়। আবার কারও বেশি খরচ হয়ে যায়।
অনেকে ভাবেন, এটা বোধহয় কোনও টোটকা। এর সঙ্গে ধর্মের যোগ রয়েছে বলেও বিশ্বাস করেন অনেকে।
হিন্দু ধর্মে টাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, মা লক্ষ্মী প্রসন্ন হলে টাকায় ভরে যায় জীবন।
তবে এই টোটকা মেনে চললে ঘরে টাকা আসবে। সুখ উপচে পড়বে।
জ্যোতিষ মতে, রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরঘরে প্রদীপ বা মোমবাতি জ্বালান। এই কাজ করলে অর্থলাভ হয়। কখনও টাকার অভাব হয় না।
রাতে ঘুমোনোর আগে ঘরের ঝাড়ু সোজা করে রাখবেন না। ঝাড়ু সবসময় অনুভূমিক দিকে রাখতে হবে।
রাতে কর্পুর দিয়ে লবঙ্গ পোড়ালে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। অএতে সংসার সুখের হয়।