BY- Aajtak Bangla
11 December, 2023
অনেকে নখ বড় করে রাখতে ভালবাসেন, আবার অনেকে নখ বড় করলেই অসুস্থ হয়ে পড়েন। বাঘের মত নখকে কেটে ফেলা একটা স্বাভাবিক নিয়ম।
রোজকার নিয়মের মত নখ কাটা একটি গুরুত্বপূর্ণ কাজ। নোংরা নখ কেটে ফেলে দেওয়াই রীতি।
বাড়ির এখানে-ওখানে নখের কাটা অংশ ফেলে দেওয়া উচিত নয়। কিন্তু জানেন কি নখ কেটে ফেলে দেওয়া উচিত নয়?
কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলছে, নখ কেটে কখনও ফেলে দেবেন না। তন্ত্রশাস্ত্র অনুযায়ী, ভাগ্য উজ্জ্বল করতে এবার থেকে নখ কেটে বাইরে ফেলে দেবেন না।
নখ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকার মেনে চললে জীবনে নতুন শক্তি বজায় আসতে পারে।
কখনওই নখ কেটে এখানে-সেখানে ফেলে দেওয়া উচিত নয়। কারণ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মত অনেক জিনিস নখ ব্যবহার করে বিভিন্ন সমস্যা তৈরি পড়তে পারেন।
মনে রাখবেন ডাস্টবিনে কখনওই নখ ফেলবেন না। নখ কাটার পর সব নখ এক জায়গায় সংগ্রহ করে কাগজে রেখে মাটিতে পুঁতে দিতে পারেন।
সূর্যাস্তের সময় কখনওই নখ কাটা উচিত নয়। এতে অশুভ শক্তিতে ভরপুর হতে পারে সংসার। হতে পারে অকল্যাণও।
যত্রতত্র নখ কেটে ফেলে দেওয়া উচিত নয়। নখ যদি কাটতেই হয়, শুত্রবারে নখ কেটে বটগাছের শিকড়ে পুঁতে দেওয়া উচিত।
স্নানের পরে নয়, সবসময় নখ কাটুন স্নানের আগে। নখ কাটার পর পরই স্নান করা উচিত নয়। এই নিয়ম মেনে চললে বহু ত্রুটি কেটে যেতে পারে।
সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও গ্রহণের সময় ভুল করেও নখ কাটা উচিত নয়।