BY- Aajtak Bangla
26 OCTOBER, 2023
ধন ও সৌভাগ্যের দেবী হলেন লক্ষ্মী। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মীসম্পদ আর সৌন্দর্যের দেবী।
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।
বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিতা হন দেবীপক্ষের শেষের এই পূর্ণিমাতে।
বলা হয় এই পুজো করলে ঘরে রাজলক্ষ্মী,ভাগ্য লক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনও কিছুরই অভাব থাকে না।
তবে লক্ষ্মীপুজোয় ভুলেও করবেন না এই কাজগুলি। তাহলে চিরতরে রুষ্ঠ হবেন মা লক্ষ্মী।
লক্ষ্মীপুজোয় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না।
লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয়। তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান।
লক্ষ্মীপুজোয় ঘণ্টা-কাঁসর একবেরেই বাজাতে নেই। এতে লক্ষ্মী ত্য়াগ করে চলে যান।
লক্ষ্মীকে তুলসীপাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মীপুজোর পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয়।
লক্ষ্মীপুজো সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যে করে নেওয়াই ভাল।