13 JAN, 2025
BY- Aajtak Bangla
ঘুমের মধ্যে স্বপ্ন দেখাকে বিজ্ঞান বলছে, মানুষের অবচেতন মনে গভীরে লুকিয়ে থাকা চিন্তার প্রতিফলন।
কিন্তু স্বপ্নে আপনি কী দেখছেন, তার উপর কিন্তু ভবিষ্যতেরও একটি ইঙ্গিত মেলে। যা থেকেই তৈরি হয়েছে স্বপ্নশাস্ত্র।
বিভিন্ন স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হল, সাপের স্বপ্ন। অনেকেই দেখেন সাপের স্বপ্ন। কখনও তা ভয়ের, কখনও আপাত নিরীহ।
স্বপ্নে সাপ দেখা মানে কি শুভ নাকি অশুভ? স্বপ্নশাস্ত্র অনুযায়ী, সাপের স্বপ্নকে শুভ বলেই সাধারণত মনে করা হয়।
সাপের স্বপ্নকে ধনলাভের ইঙ্গিত হিসেবেও দেখা হয়। প্রাচীন যুগে স্বপ্নে সাপ দেখার অর্থ কোনও পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হত। সাপ দেখা উন্নতি এবং আশীর্বাদের প্রতীক।
যদি স্বপ্নে দেখেন, বিছানায় সাপ, তাহলে তা যৌনশক্তির প্রতীক। কারণ, সাপের স্বপ্নের সঙ্গে যৌনতার সম্পর্ক রয়েছে।
স্বপ্নে যদি দেখেন সাপ ছোবল মারছে, তাহলে সাবধান। জীবনে কিছু খারাপ হওয়ার ইঙ্গিত।
পায়ের ওপর সাপ চড়ছে বলে স্বপ্নে দেখলে বুঝবেন প্রচুর অর্থলাভ হতে চলেছে। স্বপ্নে সাদা সাপ দেখাও ভীষণ সৌভাগ্যের।
স্বপ্নে কালো সাপ দেখা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে আপনার খ্যাতি বাড়তে চলেছে।