BY- Aajtak Bangla

 শুকনো তুলসী আনতে পারে বড় বিপদ, জানুন সংসারে সুখ- শান্তির টোটকা  

23 MARCH, 2024

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 

বিভিন্ন ধর্মীয় কাজে তুলসীর ব্যবহার অত্যন্ত শুভ। কথিত আছে যে, তুলসীতে লক্ষ্মীর বাস। 

পূরাণ মতে, বাড়িতে তুলসী গাছ রাখার নির্দিষ্ট নিয়ম আছে। সঠিক নিয়ম না মানলে জীবনে খারাপ প্রভাব পড়ে।  

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে কখনও শুকনো তুলসী গাছ রাখা উচিত না। তুলসী সব সময় সবুজ রাখবেন।

শুকিয়ে যাওয়া তুলসী বাড়িতে রাখলে, বড় ক্ষতি হতে পারে। 

বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে, মা লক্ষ্মী সেই বাড়িতে থাকেন। 

তুলসী গাছ শুকিয়ে গেলে তা নদীতে বা জলাশয়ে ফেলে দিয়ে নতুন গাছ লাগাতে হবে।

 বাড়ির যে জায়গায় তুলসি লাগানো হয়, সেই জায়গা পরিষ্কার রাখতে হবে।

রবিবার ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। বাড়ির অন্ধকার দিকে কখনই তুলসী গাছ রাখবেন না।  কখনই তুলসী পাতা নখ দিয়ে ছিঁড়বেন না।