21 JULY, 2023
BY- Aajtak Bangla
দুর্গাপুজো মানে বাঙালিদের আবেগ ও উচ্ছাসের সীমাহীন অনুভূতি।
কলকাতায় দুর্গাপুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে আড্ডা, ভিড় ও একরাশ সুখের ৪ দিন।
আর প্যান্ডেল মানেই নতুন নতুন আভিজাত্য এবং সৃষ্টি। নতুন নতুন থিম।
শোনা যাচ্ছে, এবছর উত্তর ২৪ পরগনার কল্যাণী শহরের A-9 স্কোয়্যার পুজো সমিতি আনছে এক বিরাট চমক।
কল্যাণীর A-৯ স্কোয়ার পুজো সমিতির পুজো এবার ৫২ বছরে পা দিচ্ছে। তাদের থিম চার ধাম।
এবারের থিম পাহাড়ের চূড়ায় চারধাম মন্দির দর্শন। অর্থাত্ বাংলাতে বসেই চারধাম দর্শনের সুযোগ।
গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রিনাথ মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি হচ্ছে পাহাড়ের উপর।
পাহাড়ের ৩৫ ফুট উচ্চতা পর্যন্ত দর্শকদের উঠে এই চারটি মন্দির দর্শন করতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আর মাত্র ৯০ দিন বাকি, তাহলে আপনারাও তৈরি তো এই চারধাম যাত্রায় যেতে?