BY- Aajtak Bangla
10 OCTOBER, 2023
বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। গোটা বিশ্বের বাঙালিরা মেতে ওঠেন এই উৎসবে।
বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা দুর্গাপুজোর তারিখ দেখেন।
দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন। এই উৎসবে অশুভ শক্তির বিনাশ হয় শুভশক্তির বিজয় হয়।
মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী, দুর্গাপুজোর প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য আছে।
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের সূচনা হয়।
এই বছর ২০২৩ সালের মহালয়া পড়েছে - ১৪ অক্টোবর, শনিবার
মহাষষ্ঠী: ২০ অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী: ২১ অক্টোবর, শনিবার
মহাঅষ্টমী: ২২ অক্টোবর, রবিবার
মহানবমী: ২৩ অক্টোবর, সোমবার
বিজয়া দশমী: ২৪ অক্টোবর, মঙ্গলবার
এই বছর লক্ষ্মী পুজো পড়েছে ২৮ অক্টোবর, শনিবার
কালী পুজো ২০২৩ পড়েছে ১২ নভেম্বর, রবিবার।