19 October, 2023
BY- Aajtak Bangla
ঢাকে পড়েছে কাঠি। কাঁসর, ঘণ্টা, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত আকাশ-বাতাস।
চতুর্দিকে আলোর রোশনাই, কারণ মা এসেছেন আমাদের ঘরে। দীর্ঘ একবছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের আগমনে আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি।
পুজোর কয়েকটা দিন প্রত্যেকে নিজেদের সমস্ত দুঃখ-কষ্ট ভুলে মায়ের আরাধনায় মগ্ন থাকেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সামিল হয় এই আনন্দ উৎসবে। এইসময় মা তাঁর সন্তানদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন।
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের শত চেষ্টার পরেও মনোস্কামনা পূর্ণ হচ্ছে না। সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাচ্ছে।
এই দুর্গাপুজোয় মায়ের চরণে কয়েকটি ফুল অর্পণের মাধ্যমে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হতে পারে। বিশ্বাস করা হয় যে, নবরাত্রি বা দুর্গাপুজোর সময় বিশেষ কয়েকটি ফুল দিয়ে মায়ের পুজো করলে মাতৃশক্তির আশীর্বাদ পাওয়া যায়।
দেখুন কোন কোন ফুল দিয়ে মায়ের পুজো করবেন -
শিউলি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায়। দুর্গাপুজোর অঞ্জলীতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম। মায়ের চরণে শিউলি ফুল অর্পণ করলে তিনি সকল মনোবাঞ্ছা পূরণ করেন।
পদ্ম ফুল ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ থেকে যায়। নবমীর দিন মায়ের কাছে পদ্ম ফুল অর্পণ করুন এবং অঞ্জলীর সময়ও পদ্ম ব্যবহার করুন, মনোষ্কামনা পূর্ণ হবে।
গাঁদা ফুল ছাড়া মা দুর্গার পুজো ভাবাই যায় না! বিশেষত, পুজোর অঞ্জলিতে গাঁদা ফুল লাগেই। এই ফুল দিয়ে মায়ের কাছে অঞ্জলি দিলে বা বিশেষভাবে মাকে অর্পণ করলে অনেক দুঃসাধ্য কাজও সহজ হয়ে যায়।
মাতৃশক্তির আরাধনায় সবসময় প্রয়োজন জবা ফুলের। মনের সকল ইচ্ছা পূরণের জন্য মায়ের কাছে জবা ফুল অর্পণ করুন। মা কালীও জবা ফুলে সন্তুষ্ট হন।
বিশ্বাস করা হয় যে, মায়ের পুজোয় জুঁই ফুল অর্পণ করা হলে খুব তাড়াতাড়ি মনের ইচ্ছা পূরণ হয় এবং মা সন্তুষ্ট হন।