BY- Aajtak Bangla
30 SEPTEMBER, 2023
বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।
শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়।
সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়।
এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোই ঘোটকে। ফলে এটি অশুভ ইঙ্গিত।
শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
জানুন দেবী দুর্গার কোন বাহন কিসের প্রতীক।
দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।