BY- Aajtak Bangla
12 OCTOBER, 2023
আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে।
দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।
মহালয়া: ১৪ অক্টোবর (২৬ আশ্বিন), শনিবার। মহালয়া ২০২৩ অমাবস্যা তিথি - ১৩ সেপ্টেম্বর (২৫ আশ্বিন), রাত ৯/২৬/৯ থেকে ১৪ সেপ্টেম্বর (২৬ আশ্বিন), রাত ১০/৪৯/৪৪ পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি।
নবরাত্রি: ১৫ অক্টোবর (২৭ আশ্বিন), রবিবার থেকে ২৩ অক্টোবর (৫ কার্তিক), মঙ্গলবার
* ২ কার্তিক, ইং ২০ অক্টোবর, শুক্রবার - মহাষষ্ঠী * পূর্বাহ্ণ ঘ ৯।২৮। ষষ্ঠী রাত্রি ঘ ৯। ৮ পর্যন্ত। শ্রীশ্রী দুর্গা ষষ্ঠী। পূর্বাহ্ণ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮।৩১ মধ্যে)। * দেবী দুর্গার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
* ৩ কার্তিক, ইং ২১ অক্টোবর, শনিবার - মহাসপ্তমী * পূর্বাহ্ণ ৯। ২৮। সপ্তমী রাত্রি ঘ ৭। ২১ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৫ গতে পূর্বাহ্ণ মধ্যে)। * দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
* ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার- মহাষ্টমী * পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে। * শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। * পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।
সন্ধিপূজা- সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। * বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। * রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।
* ৫ কার্তিক ইং ২৩ অক্টোবর সোমবার- মহানবমী * পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মহানবমী দিবা ঘ ৩।৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্বাহ্ণ মধ্যে) * শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
* ৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয় দশমী * পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)