21 june, 2023
BY- Aajtak Bangla
আবার ধামাকা! শ্রীভূমির এবারের থিম কী?
প্রতি বছরেই অভিনব থিম দেখা যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়।
সাধারণত রথযাত্রার দিনই খুঁটিপুজোর হয়। আর সেই রথের দিনই এবারের পুজোর থিম ঘোষণা করে দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
গতবছর ভ্যাটিকান সিটিকে থিম করে তাক লাগিয়ে দিয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব।
আর এবারে তাদের থিম ডিজনিল্যান্ড। বিশ্বে যে কয়টি থিম পার্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ডিজনিল্যান্ড।
এবার সেই ডিজনিল্যান্ডের মজা পাওয়া যাবে কলকাতাতেই। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ডিজনিল্যান্ড বেশ চর্চিত বিষয়।
থিমের দিক থেকে কলকাতার যে কোনও বড় ক্লাবকে টেক্কা দিয়ে থাকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব। আর এবারও আশাবাদী সুজিত।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিবছরই দুর্গাপুজোয় চমক দেয়। গতবছর থিম ছিল ভ্যাটিকান সিটি। উপচে পড়েছিল ভিড়।
তার আগে বুর্জ খালিফা থিমেও দর্শকদের মন জয় করে নিয়েছিল পূর্ব কলকাতার এই ক্লাব।
মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা বিধাননগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী ।
Related Stories
ভুলেও কাউকে এসব গোপন কথা বলবেন না, উপদেশ চাণক্যর
আপনার ভাগ্যে কী আছে আজ? জানুন রাশিফল
এসব কাজ করলেই টাকা থাকবে জীবনে! টিপস চাণক্যের
দিনভর মজায় কাটাবে ৪ রাশি. প্রচুর সম্পদের মালিক হবেন