10 October, 2023

BY- Aajtak Bangla

পুজো আসতে মাত্র কটা দিন, কখন শুরু সন্ধিপুজো জেনে নিন এখনই

আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর ধরে মানুষ এই দিনটিরই অপেক্ষায় বেঁচে থাকে।

শহর জুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে। পুজোর কাজ একেবারেই শেষ মুহূর্তে।  

পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। তবে প্রতিবারের মতোই এইবারও দুর্গা পুজোর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হলো সন্ধিপুজো।  

তাই জেনে নিন সন্ধিপুজোর মুহূর্ত ও কখন শুরু হবে পুজো।

সন্ধিপুজো হয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে। মোট ৪৮ মিনিট নিয়ে সন্ধিপুজোর ক্ষণ।

এই বছর সন্ধিপুজোর মুহূর্ত মহাষ্টমী – ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার (সন্ধিপুজো-সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো, সন্ধে ৪:৫৪ গতে  সন্ধিপুজো শুরু), সন্ধ্যে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)।

এই পুজোয় দেখা যায় বলিদান ও অঞ্জলি দুটোই। ১০৮টি পদ্ম দেওয়ার পাশাপাশি ১০৮টি প্রদীপ দিয়েও মায়ের আরতি করা হয়।

এবার কিন্তু মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। আর গমনও ঘোটকে।

এ বছর ১৪ অক্টোবর মহালয়া পড়েছে । মহাষষ্ঠী- ২০ অক্টোবর, মহাসপ্তমী- ২১ অক্টোবর, মহাষ্টমী – ২২ অক্টোবর, মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), বিজয়া দশমী- ২৪ অক্টোবর।