16 October, 2023
BY- Aajtak Bangla
v
দুর্গাপুজোয় এক আলাদা ও অকৃত্রিম আকর্ষণ হল বেলুড় মঠের দুর্গাপুজো। বেলুড় মঠের পুজো ঘিরে অন্য আবেগ আপামর বিশ্বে।
বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরই শাস্ত্র মেনে দুর্গাপুজোর আয়োজন করা হয়।
বেলুড় মঠের দুর্গাপুজোয় অন্যতম আকর্ষণ হল, কুমারী পুজো। জন্মাষ্টমীর তিথিতে কাঠামো পুজো দিয়ে শারোদোত্সবের সূচনা হয় বেলুড় মঠে।
এ বছর বেলুড় মঠে মহাষ্টমীর কুমারী পুজো কখন? দেখে নেওয়া যাক।
শনিবার, ২১ অক্টোবর, মহাসপ্তমী, পুজো শুরু হবে ভোর ৫.৪০ টায়।
২২ অক্টোবর, রবিবার, মহাষ্টমী , পুজো শুরু ভোর ৫.৪০ মিনিটে। কুমারী পুজো শুরু হবে সকাল ৯টায়। সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো।
সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী: পুজো শুরু হবে ভোর ৫.৩০ ।
হোম - শ্রী শ্রী দেবীর ভোগারতির পর। দুপুর সাড়ে ১২টায়।
পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর
প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর হবে সন্ধ্যারতি।
এবছর বেলুড় মঠে ১২৩তম বর্ষের দুর্গাপুজো। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন।
সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি।