BY- Aajtak Bangla

পঞ্জিকা মতে ২০২৪-র দুর্গাপুজো কবে? জেনে নিন দিনক্ষণ 

26 JUNE, 2024

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। 

 দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। 

২০২৪ সালের মহালয়া পড়েছে  - ২ অক্টোবর, বুধবার 

নবরাত্রি: ৩ অক্টোবর (২৭ আশ্বিন), বৃহস্পতিবার থেকে ১২ অক্টোবর, শনিবার

মহাপঞ্চমী- ৮ অক্টোবর, মঙ্গলবার।

মহাষষ্ঠী - ৯ অক্টোবর, বুধবার

মহাসপ্তমী - ১০ অক্টোবর, বৃহস্পতিবার

মহাষ্টমী - ১১ অক্টোবর, শুক্রবার    

মহানবমী - ১২ অক্টোবর, শনিবার 

মহাদশমী - ১৩ অক্টোবর, রবিবার