16 JULY, 2024
BY- Aajtak Bangla
কবে থেকে শুরু দুর্গাপুজো? জানুন মহালয়া থেকে দশমীর দিনক্ষণ
পুজো আর ১০০ দিনও বাকি নেই। আগে থেকে পুজোর দিনক্ষণ জানা থাকলে বেশ ভালো মতোই চারটে দিন কাটানোর পরিকল্পনা করা যায়।
আসুন জেনে নেওয়া যাক আগামী বছরে দুর্গাপুজো থেকে ভাইফোঁটার সময়সূচি।
২০২৪-এ মহালয়া পড়েছে - ২ অক্টোবর বুধবার। সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের।
দুর্গাপুজো ২০২৪ মহাপঞ্চমী পড়েছে- ৮ অক্টোবর মঙ্গলবার
মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর বুধবার
মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর বৃহস্পতিবার
মহাষ্টমী পড়েছে - ১১ অক্টোবর, শুক্রবার
মহানবমী পড়েছে- ১২ অক্টোবর শনিবার
মহাদশমী পড়েছে - ১৩ অক্টোবর, রবিবার
Related Stories
বাড়িতে এই ৩ প্রাণীর আগমন শুভ, হঠাৎ ধনলাভের ইঙ্গিত দেয়
এই রং বাড়িতে পজিটিভিটি নিয়ে আসে, ঘর স্বর্গ হয়ে ওঠে
লাভজনক দিন মিথুনের, লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন কুম্ভ, জানুন আজকের রাশিফল
'অক্ষয় তৃতীয়া' কথাটির অর্থ কী? অনেক পণ্ডিতও জানেন না