BY- Aajtak Bangla
28 SEPTEMBER, 2023
দুর্গাপুজো আর কদিন পরেই। বাঙালির এই প্রাণের উত্সব কেটে গেলেই ফের এক বছরের অপেক্ষা।
আর সেই অপেক্ষাতেই প্রশ্ন জাগে, আগামী বছর দুর্গাপুজো কবে।
আপনারা হয়তো ভাবছেন, ২০২৩ সালেই দুর্গাপুজোই এল না এখনও, ২০২৪-এর সূচি নিয়ে মাতামাতি।
আরে বাবা, জানতে দোষ কী। দশমী কাটলেই তো পরের বছর দুর্গাপুজোর তারিখের খোঁজ শুরু হয়ে যাবে। তার চেয়ে আগেভাগেই।
আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের দুর্গাপুজোর সময়সূচি।
মা দুর্গার পুজোর মণ্ডপে তাঁর সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকেরও পুজো করা হয়।
২০২৪ সালে ২ অক্টোবর মহালয়া। পঞ্চমী তিথি ৮ অক্টোবর।
ষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। সপ্তমী ১০ অক্টোবর। অষ্টমী ১১ অক্টোবর। নবমী পড়বে ১২ অক্টোবরে।
দশমী ১৩ অক্টোবর পড়বে। তবে এই তারিখ সম্ভাব্য। পঞ্জিকা মতে পরিবর্তনও হতে পারে