13 September, 2024

BY- Aajtak Bangla

এ বছর নবমী ও দশমী একই দিনে? পুজোর তিথি রইল

দুর্গাপুজো চলে এল। আর হাতে মাত্র কয়েকদিন। রাজ্যজুড়ে প্রতিবাদের আবহে উত্‍সবের আমেজ অনেকটাই ফিকে।

তবু পুজো বলে কথা। বাঙালির সেরা উত্‍সব। তাই মাতৃ আরাধনায় কোনও রকম খামতি রাখা যায় না।

উত্‍সবে না ফিরতে পারলেও, পুজো তো হবে।

ইতিমধ্যেই আপনারা জানেন এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট। এ বছর মহানবমী ও বিজয়া দশমী কি একই দিনে পড়েছে?

এ বছর দুর্গাপুজো হলেও বহু ক্লাব ও পুজো কমিটি অনাড়ম্বর ভাবেই পুজো সারবে বলে জানাচ্ছে।

এখনও পর্যন্ত খবর, আরজি কর কাণ্ডের প্রতিবাদ দেখা যেতে পারে পুজোর দিনগুলিতেও।

দুর্গাপুজোয় এ বছর মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর। সেদিন মঙ্গলবার।

৯ অক্টোবর বুধবার ষষ্ঠী। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী।  ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী।

এ বছর ১২ অক্টোবর মহানবমী। ওই দিনই আবার দশমী। অর্থাত্‍ একই দিনে নবমী ও দশমী।