10 April, 2024
BY- Aajtak Bangla
আর প্রায় সাড়ে ৫ মাস বাকি। বড় বাজেটের পুজোগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
থিম শিল্পীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন মণ্ডপের।
২০২৪ সালে দুর্গাপুজো অক্টোবরের একেবারে শুরুতেই। ফলে গরমের দাপট থাকতে পারে। প্রশ্ন হল, মা দুর্গা ২০২৪ সালে মর্ত্যে কীসে চেপে আসছেন?
শাস্ত্র মতে, দুর্গার কীসে আগমন হচ্ছে, তার উপর নির্ভর করে মর্ত্যবাসীর ভাগ্য। যেমন বলা হয়, হাতিতে আগমন সবচেয়ে সুখের হয়।
২০২৪-এ দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফল "দোলায়াং মকরং ভবেৎ" অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়।
শাস্ত্র বলছে, দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য।
২০২৪-এ দেবীর গমন হবে গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন।
তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে।
ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয়।