BY- Aajtak Bangla

দুর্গাপুজোর ক্যালেন্ডারে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিন, প্ল্যান করা সহজ হবে  

19 SEPTEMBER, 2025

বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ যায়, তার মধ্যে দুর্গা পুজো একটি।

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। 

 দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। 

২০২৫ সালের মহালয়া পড়েছে  - ২১ সেপ্টেম্বর

মহাপঞ্চমী- ২৭ সেপ্টেম্বর

মহাষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর

মহাসপ্তমী - ২৯ সেপ্টেম্বর

মহাষ্টমী -৩০ সেপ্টেম্বর

মহানবমী - ১ অক্টোবর

মহাদশমী - ২ অক্টোবর