BY- Aajtak Bangla

 দেবীর বোধন হয় মহাষষ্ঠীতে, জানুন পুজোর নির্ঘণ্ট 

14  OCTOBER, 2023

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। 

মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। 

পুজো প্যান্ডেল,মন্দির, বনেদিবাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে। 

মহাষষ্ঠীর তারিখ ২ কার্তিক, ইং  ২০ অক্টোবর, শুক্রবার - মহাষষ্ঠী। 

মহাষষ্ঠীর নির্ঘণ্ট   * ১১ অক্টোবর- পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী। 

 প্রাতঃ ঘ ৬।২৪ গতে পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৩ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে)।  

দেবী দুর্গার শতাধিক ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস।

এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ।

উমা কৈলাসে ফিরবেন ঘোটকে যার অর্থ ছত্রভঙ্গ।