BY- Aajtak Bangla
5 May, 2025
মানুষের দৈনন্দিন অনেক কাজের সঙ্গেই শুভ-অশুভ যোগ রয়েছে।
সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন সব লোকবিশ্বাস, যা সত্য বলে মনে করেন অনেকেই।
এরই মধ্যে একটি বিশ্বাস এই যে, কোনও নারী জোড়া কলা খেলে নাকি যমজ সন্তানের মা হন তিনি।
তাই গর্ভবতী মহিলাদের জোড়া কলা খেতে দেন না বাড়ির মা-ঠাকুমারা।
তাই গর্ভবতী মহিলাদের জোড়া কলা খেতে দেন না বাড়ির মা-ঠাকুমারা।
বিজ্ঞান কিন্তু সাফ বলছে, কলা খাওয়ার সঙ্গে আদৌ যমজ সন্তান হওয়ার কোনও সম্পর্ক নেই।
জোড়া কলা ও যমজ সন্তান যোগ বিষয়টি কুসংস্কার ছাড়া কিছুই নয়।
তবে যে কোনও পুজোয় বা শুভকাজে জোড়া কলা দেওয়াকে শুভ বলে মনে করা হয়।
কলা এমনিতেই খুব পুষ্টিকর খাবার। এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে।
এছাড়াও যে কোনও পুজোতে নিবেদন করা ফলের মধ্যেও কলা থাকে।
জোড়া কলা খেলে শুভ-অশুভ কোনও কিছুই হয় না।