BY- Aajtak Bangla
4 April, 2025
হঠাত্ টিকটিকি এসে গায়ে পড়েনি, এরকম কাউকে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল।
টিকটিকি প্রায় আমাদের প্রত্যেক ঘরেই দেখতে পাওয়া যায় এবং আমরা এই প্রাণীটির উপস্থিতিতে যে একটু বিরক্ত বোধ করি।
কিন্তু জানেন কি, বাস্তু মতে টিকটিকি আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
টিকটিকি গায়ের কোন অংশে পড়েছে তা প্রচলিত সংস্কার অনুযায়ী অনেক কিছু নির্ধারণ করে দেয়।
ডানহাতে টিকটিকি পড়লে সমাজে আপনি মর্যাদা লাভ করতে চলেছেন। টিকটিকি যদি বাঁ হাতে পড়ে তাহলে আপনার অর্থনাশ হবে।
নিজের গলায় যদি টিকটিকি পড়ে, তা হলে জানবেন খুব দ্রুত আপনার জীবন থেকে শত্রুনাশ হতে চলেছে।
ডান কাঁধে টিকটিকি পড়লে জয়লাভ এবং বাঁ কাধে টিকটিকি পড়লে সুখ ও শান্তি পাওয়া যায়।
আর যদি টিকটিকি আপনার শরীরের ওপরে চলাফেরা করে তাহলে বুঝবেন যে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন।
টিকটিকি মাথায় এসে পড়লে আপনি খুব শীঘ্রই অসুস্থ হতে চলেছেন।