BY- Aajtak Bangla

 কু-নজর কাটিয়ে সুরক্ষা দেবে ইভিল আই, কোথায় রাখবেন?

04 OCTOBER, 2023

কু-নজর থেকে রক্ষা পেতে, ফেং শ্যুই মতে ইভিল আই দারুণ কার্যকরী। 

 বাস্তুশাস্ত্রের মতো এটি নেতিবাচকতা দূর করে ইতিবাচক শক্তির যোগাযোগ বাড়ায়।

নীল- সাদা রঙের কাচ দিয়ে তৈরি হয় ইভিল আই। একটি বৃত্তাকার বৃত্তের আকারে একটি চোখের মতো প্যাটার্ন তৈরি করা হয়। 

কু-দৃষ্টি থেকে বাঁচার জন্য বাড়ির বাইরে লাগানো হয় এটি। 

চাইনিজ ইভিল আই বিশেষ করে নেতিবাচকতা দূর করতে ব্যবহৃত হয়।

শত্রুর হাত থেকে রক্ষা পেতে লকেট, ব্রেসলেট, অ্যাঙ্কলেট আকারে পরতে পারেন ইভিল আই। 

অফিসে কারও কু-নজর কাটাতে ডেস্কে রাখতে পারেন। 

ব্যক্তিগত সুরক্ষা, নতুন গাড়ি, বাড়ি ইত্যাদি থেকে খারাপ নজর কাটাতে ইভিল আই রাখতে পারে।

সংসারে কু নজর বা নেগেটিভিটি কাটাতে, বাড়ির দেওয়াল ঝুলিয়ে রাখতে পারেন ইভিল আই।