23 MAY 2025
BY- Aajtak Bangla
আগামী সোমবার জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পালিত হবে ফলহারিণী অমাবস্যা। কখন অমাবস্যা পড়ছে, জেনে নিন আগেভাগেই।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী।
ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন।
এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, অমাবস্যা তিথি পড়ছে ২৬ মে ২০২৫। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে।
অমাবস্যা ছাড়বে পরদিন। অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা ৩২ মিনিটে।
এ দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে। তারাপীঠে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়।
এ দিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে ১ বছর রেখে দিন।
১ন বছরের মধ্যে মনোস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন।