BY- Aajtak Bangla
29 April, 2025
প্রতিটি বাড়িতেই প্রায় প্রতিদিনই দুধ আসে। দুধ দিয়ে কোনও না কোনও খাবার তৈরি হয়।
আর সেই প্যাকেটজাত দুধ বা বাজার থেকে কেনা দুধ প্রথমে ফুটিয়ে নিতে হয়।
তবেই সেই দুধ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়।
এরকম অবস্থায় দুধ উথলে পড়লে তা নিয়ে গৃহস্থ বাড়িতে সংশয় তৈরি হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে হঠাৎ দুধ উথলে যাওয়া অত্যন্ত শুভ একটি লক্ষণ। যা ইঙ্গিত দেয় আমাদের জীবনে বিশেষ শুভ কিছু ঘটতে চলেছে।
দুধ উথলে পড়লে কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
গৃহে নানা প্রকার শুভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায় বিশেষ উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে।
অনেকে আবার দুধ উথলে পড়াকে অশুভ হিসাবে দেখে।
পরিবারের সদস্যদর মধ্যে মানসিক অবসাদ, সংসারে অভাব, দারিদ্র ইত্যাদি হতে পারে দুধ উথলালে।
তবে এ সবই একেক জনের বিশ্বাসের ওপর নির্ভর করে। রান্নাঘরে কাজ করতে গেলে দুধ উথলানোর মতো ছোটখাটো ভুল হতেই পারে।