20th January, 2025

BY- Aajtak Bangla

'নীল রং ছিল ভীষণ প্রিয়', চরিত্র কেমন এঁদের?

লাল, নীল, সাদা, কালো, হলুদ, সবুজ - বিভিন্ন মানুষের বিভিন্ন রং পছন্দ।

তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রঙের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। রং আমাদের জীবনে নানা ভাবে প্রভাব বিস্তার করে থাকে।

যার যে রং বেশি পছন্দ, রঙের হিসেবে তার চরিত্রে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

অনেকেই পছন্দের রং হল নীল। আর এই নীল রং শনিদেবের পছন্দের রং। 

যাঁরা নীল রং পছন্দ করেন তাঁরা খুবই সৎ হন। যে কোনও কাজই সততা দিয়ে করতেই ভালোবাসেন।

নীল রং সৃজনশীলতার প্রতীক যেমন, তেমনই বুদ্ধিমত্তারও প্রতীক। নীল রং মনোযোগ বাড়ায়, ভাবনাচিন্তার রাস্তা প্রশস্ত করে। কর্মদক্ষতাও বাড়িয়ে তোলে।

যাঁরা নীল রং পছন্দ করেন তাঁদের আত্মবিশ্বাস প্রচুর থাকে। এঁরা আবেগপ্রবণ খুব একটা হন না।

নীল রং যাঁদের পছন্দ, তাঁরা সচরাচর রেগে যান না। ঝগড়াঝাঁটিতে জড়ান না তেমন।

তবে একবার রেগে গেলে রুদ্ররূপ ধরেন। সকলের সঙ্গে মিশলেও, নিজের মানুষদের সঙ্গেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এঁরা।

নীল রং যাঁদের পছন্দ, সবকিছুর নেপথ্যে যুক্তি খোঁজেন তাঁরা। সম্পর্কে এঁরা বিশ্বাস ভাঙেন না। চরিত্রের দিক থেকে সৎ হন অত্যন্ত।