19 April, 2024

BY- Aajtak Bangla

এই তো শিবের বাসুকি নাগ! কত বড়? মিলল জীবাশ্ম

গুজরাতের কচ্ছে অতি প্রাচীন একটি জীবাশ্ম পাওয়া গেছে। এই জীবাশ্ম বাসুকি সাপের। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সাপ।

এর চেয়ে বড় অ্যানাকোন্ডা কিংবা দৈত্যাকার ডাইনোসর ছিল না। বাসুকি নাগের জীবাশ্ম পাওয়া গেছে কচ্ছের পানধ্রো লিগনাইট খনিতে।

এটি সেই একই সাপ, যা সমুদ্র মন্থনে উল্লেখ করা হয়েছে। এর সাহায্যে মন্দার পর্বতকে মন্থন চাকার মতো ঘোরানো হয়েছিল।

যার কারণে সমুদ্র থেকে অমৃত ও বিষের মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসে।

বিজ্ঞানীরা এই খনি থেকে বাসুকি নাগের মেরুদণ্ডের হাড়ের ২৭টি অংশ উদ্ধার করেছেন। এর বৈজ্ঞানিক নাম বাসুকি ইন্ডিকাস।

বিজ্ঞানীরা বলেছেন যে এটির আকারটি আজকের অজগরের মতো বিশাল ছিল। তবে এই সাপ বিষধর ছিল না। 

অ্যানাকোন্ডা ও অজগরের মতোই শিকারকে চেপে মেরে ফেলত বাসুকি। কিন্তু যখন বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়তে থাকে, তখন তাদের জনসংখ্যা কমতে থাকে।

এটা বিশ্বাস করা হয় যে তাদের স্বাভাবিক দৈর্ঘ্য ছিল ৩৬ থেকে ৪৯ ফুট। তাদের ওজন ছিল প্রায় ১০০০ কেজি।

সাপের রাজা বাসুকি নাগকে ভগবান শিবের সাপ বলা হয়। তাকে সাপের রাজা বলা হত।