06 Sep, 2024

BY- Aajtak Bangla

গণেশকে নিবেদন করুন বিনে পয়সার এই জিনিস, কপাল ঘুরে যাবে

জ্যোতিষশাস্ত্রে, গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর গণপতির ভক্তরা সকলেই আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন গণেশ চতুর্থী উৎসব।

চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় গণেশ ঠাকুরের পুজো করলে আপনার ভাগ্যের দ্বার খুলবে।

গণেশ ঠাকুরকে এই সময়ে নিত্যদিনই দূর্বা নিবেদন করা অত্যন্ত শুভ। আপনি কি জানেন, দূর্বা নিবেদন করলে জীবনে কী কী উন্নতি হয়।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই গণেশ চতুর্থীতে এই সময়ে আপনি যদি নিত্যদিন গনেশ দেবতাকে দূর্বা নিবেদন করেন। তাহলে আপনার কেরিয়ার থেকে ব্যবসায় খুব সাফল্য আসবে।

বাড়িতে কোনও অবিবাহিত মেয়ে থাকলে, তাদের বিবাহের ব্যবস্থা করতে চাইলে এই সময় চারটি হলুদ ফুলের সঙ্গে সাতখানা দূর্বা গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করুন।

এতে আপনার বিবাহযোগ্য কন্যার বিয়ে হয়ে যাবে। সেই সঙ্গে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে।

যাদের হওয়া কাজ আটকে যায়। যদি সেই সমস্যা থেকে দ্রুত বের হতে চান, তাহলে গণেশ চতুর্থীতে দেবতাকে সাতটি লাড্ডু, চারটি হলুদ ও পাঁচটি দূর্বা নিবেদন করার চেষ্টা করুন।

যাঁরা বড় রোগে আক্রান্ত, তারা গণেশকে অবশ্যই একটা হলুদ কাপড়ে এক টাকার কয়েন, কড়ি, সুপারি, পান বেঁধে ও সঙ্গে অবশ্যই চারটে দূর্বা বেঁধে নিবেদন করুন।

যদি আপনি চাকরির পরীক্ষায় সফলতা আনতে চান তাহলে অবশ্যই গণেশ চতুর্থীর সময় গণপতিকে তিনটি দূর্বা নিবেদন করুন, সফলতা পাবেন।