26 AUGUST 2025
BY- Aajtak Bangla
হিন্দু দেবদেবীদের মধ্যে সিদ্ধিদাতা গণেশের পুজো ধুমধাম করে পালিত হয়। বাঙালিরাও আজকাল ঘরে ঘরে গণেশ পুজো করেন।
বিঘ্নহর্তা বল হয় গণেশকে। বাড়িতে গণেশের পুজো করলে সমস্ত বিপদ কেটে যায় বলে ধরা হয়। বাড়ে জ্ঞান বুদ্ধি।
অনেকেই বাড়িতে গণেশের ছবি বা মূর্তি রেখে পুজো করেন। তবে ঘরের কোন দিকে তা রাখা শুভ সেটি অনেকেরই সঠিক জানা নেই।
বাস্তু বলছে, ঘরের পূর্ব পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখা শুভ। এতে জীবনে আমূল পরিবর্তন আসে।
ঘরের দক্ষিণ দিকে গণেসের মূর্তি রাখা একেবারেই ঠিক নয়।
বাস্তু বলছে, ঘরের সদর দরজায় গণেশের মূর্তি বা ছবি রাখলে অর্থলাভ হয়। তবে সেটির মুখ যেন ঘরের ভিতরের দিকে ঘোরানো থাকে।
ঘরের সদর দরজা পূর্ব বা পশ্চিম দিকে হলে সেখানে গণেশের মূর্তি বা ছাবি রাখা ঠিক নয়।
বেডরুম কিংবা বাথরুমের দেওয়ালে বা সিঁড়ির তলায় গণেশের মূর্তি রাখা উচিত নয়।