BY- Aajtak Bangla
11 SEPTEMBER, 2023
গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর।
গণপতিকে ভালোবেসে ভক্তরা একাধিক ভোগ উৎসর্গ করেন। এর মধ্যে গণেশ চতুর্থীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ।
জানুন গণেশের প্রিয় ভোগ কোনগুলি। নিষ্ঠা করে এই ভোগ উৎসর্গ করলে সন্তুষ্ট হন সিদ্ধিদাতা।
গণেশের আরেক নাম মোদকপ্রিয়া। নারকেলের মোদক মূলত উৎসর্গ করলেও,আজকাল রকমারি মোদক পাওয়া যায় দোকানে।
লাড্ডু গণেশের অত্যন্ত প্রিয় খাবার। বোঁদের ও বেসনের লাড্ডু মূলত সেই প্রিয় তালিকায় সবার প্রথমে আসে।
গোবিন্দভোগ চালের পায়েস গণেশের পছন্দ। গণেশ চতুর্থীর ভোগে এটি অবশ্যই রাখবেন।
গণেশ পুজোতে নারকেল উৎসর্গ করা হয়। গণেশ চতুর্থীর দশ দিনের মধ্যে অন্তত একদিন এই ফল ভোগ হিসাবে দেওয়া ভাল।
গণেশ পুজোতেও কলা ভোগ হিসাবে দেওয়ার চল আছ। মনে করা হয় এটি গণপতির অত্যন্ত প্রিয়।
হলুদ রং গণেশের সবচেয়ে প্রিয়। তাই এদিন যে কোনও হলুদ রঙের মিষ্টি সিদ্ধিদাতাকে উৎসর্গ করা শুভ।
এই বছর ১৮ সেপ্টেম্বর ঘ ১০/৩০/২২ থেকে ১৯ সেপ্টেম্বর ঘ ১০/৫৪/৫৫ পর্যন্ত থাকবে চতুর্থী তিনি।