BY- Aajtak Bangla

 বিপদে পড়লে জপ করুন গণেশের এই ১০ নাম

22 DECEMBER, 2023

শিব ও পার্বতী পুত্র গণেশকে , হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়।

সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। যে কোনও পুজো শুরুর আগে গণেশের পুজো করা হয়। 

বর্তমানে অনেক বেশি সংখ্যক বাঙালি সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে ওঠেন।  

গণেশের ১০ নাম একদন্ত, বিনায়ক ভগবন্ত, গজকর্ণ, লম্বোদর, কপিল, সুমুখ, ধুম্রকেতু, সিদ্ধগণ, ত্র্যম্বক, গন্ধবাহ

প্রতি মঙ্গলবার গণেশকে সিঁদুরের টিপ পরানো শুভ। 

গণপতির পায়ে মন থেকে তিনটি দূর্বা ও একটি লাল জবা দিলেই তিনি খুশি হোন। 

এছাড়া পুজোর সময় ২১ টি মোদক, ২১ টি দূর্বা দিয়ে গণেশের যে কোনও ১০ নাম জপ করলে, বাড়িতে সুখ -শান্তি থাকবে।  

লাড্ডু গণেশের অত্যন্ত প্রিয় খাবার। বোঁদের ও বেসনের লাড্ডু মূলত সেই প্রিয় তালিকায় সবার প্রথমে আসে।

 কখনই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তু মতে, এতে দুই শক্তির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখাই শ্রেয়।