12 January 2024
BY- Aajtak Bangla
৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা।
১৫ জানুয়ারি মকর সংক্রান্তির পবিত্র স্নানের পর মেলা শেষ হবে।
বিশ্বাস করা হয়, এই তিথিতে গঙ্গাস্নান করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন।
দেশের অন্যান্য তীর্থস্থানের মধ্যে গঙ্গাসাগর মেলা মহাতীর্থের মর্যাদা পেয়েছে।
মকর সংক্রান্তি উপলক্ষে দেশ-বিদেশের বহু মানুষ গঙ্গাসাগরে ভিড় জমায়।
প্রতি বছর এই মেলা বসে হুগলি নদীর তীরে যেখানে গঙ্গা সমুদ্রে মিলিত হয়।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, অন্য সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ করা যায়, গঙ্গাসাগরে একবার গেলেই সেই পুণ্য লাভ করা সম্ভব।
এখন জমজমাট হয়ে রয়েছে মেলা প্রাঙ্গন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তো বটেই এমনকি অনেক দেশ থেকে গঙ্গাসাগর মেলা দেখতে সেছেনন অগুণতি মানুষ।
চলুন মেলার কিছু চোখ ধাঁধানো ছবি এখানে দেখা যাক। এই প্রতিটি ছবিতে গঙ্গাসাগর মেলার রঙিন চরিত্র দেখা যাচ্ছে।
হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর।
গত বছর মেলায় প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। জেলা প্রশাসন সূত্রের খবর, এ বছর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কুম্ভ মেলার পরে গোটা গঙ্গাসাগরেই কোনও একটি উত্সব উপললক্ষ্যে এত মানুষ জড় হন।
এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে। আড়াই হাজার বাস, ৬টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, অতিরিক্ত ট্রেন থাকছে পরিষেবায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং, ২৪০০ সিভিল ডিফেন্স এবং অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।