11 October, 2023

BY- Aajtak Bangla

প্রদীপে ঘি না তেল, কীসে জ্বালালে হয় অর্থলাভ?

সনাতন ধর্মে প্রদীপ না জ্বালিয়ে পুজো হয় না।

পুজোয় দেশি ঘি বা তেলের প্রদীপ জ্বালানোর রীতি আছে।

ঘি ও তেলের প্রদীপ জ্বালানোর আলাদা তাৎপর্য রয়েছে।

প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

দেবী মাকে প্রসন্ন করতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে।

শনির অশুভ দৃষ্টি হলে সরষে ও তিলের তেলের প্রদীপ জ্বালান।

বজরঙ্গবলীকে খুশি করতে জুঁইয়ের তেলের প্রদীপ জ্বালান।

কাল ভৈরবকে খুশি করতে সরষের তেলের প্রদীপ উপকারী।

রাহু ও কেতু রাশিতে অশুভ হলে তিসির তেলের প্রদীপ জ্বালান।