BY- Aajtak Bangla
21 January, 2024
সংখ্যাতত্ত্বে প্রত্যেক মুলাঙ্কে ব্যক্তিদের নিয়ে কিছু না কিছু বিশেষত্ব বলা হয়েছে।
কিছু মুলাঙ্কের মেয়েদের খুবই ভাগ্যশালী বলে মনে করা হয়। এঁদের ভাগ্য দারুণ সুসময় নিয়ে আসে অন্যদের জন্য।
এদের মধ্যে ৩ মুলাঙ্কের মেয়েরা খুবই বিশেষ হয়ে থাকেন।
আসলে মুলাঙ্ক ৩-এর মেয়েদের গ্রহ বৃহস্পতি হয়, যাঁকে সব গ্রহের গুরু হিসাবে মানা হয়ে থাকে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই মুলাঙ্কের মেয়েরা দারুণ সুন্দরী হয়ে থাকেন। এঁদের থেকে চোখ ফেরানো যায় না।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, মুলাঙ্ক ৩-এর মেয়েরা শ্বশুরবাড়িতে রানির মতো থাকেন। সকলের খুব প্রিয় হন এঁরা।
এর পাশাপাশি এই মুলাঙ্কের মেয়েরা শ্বশুরবাড়িতে শাশুড়ির খুব প্রিয় হয়ে ওঠেন। শাশুড়ি তাঁর বউমাদের চোখে হারান।
মুলাঙ্ক ৩-এর মেয়েরা বিলাসবহুল জীবন যাপন করে থাকেন।