BY- Aajtak Bangla

প্রেমে সাফল্য চাইলে রাশি অনুযায়ী বাছাই গোলাপ দিন প্রেমিকাকে

11 February, 2024

গোলাপ দেওয়ার নিয়ম রয়েছে। সবাইকেই লাল গোলাপ দেওয়া যায় না।

মেষ (Aries) মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। মঙ্গল গ্রহের রং লাল। তাই আপনারা প্রেমিক-প্রেমিকাকে নির্দ্বিধায় লাল রংয়ের গোলাপ দিতে পারেন। এতে গাঢ় হবে প্রেম।

বৃষ (Taurus) এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। আপনারা দিন গোলাপি রঙের গোলাপ। প্রেমিকাকে গোলাপি রঙের পোশাক বা অন্য যেকোনও জিনিস গিফট করতে পারেন। সম্পর্ক জোরদার হবে।

মিথুন রাশি (Gemini) এই রাশির অধিকর্তা বুধ। এরা লাল বা সাদা রঙের গোলাপ দিন। এতে প্রেম হবে মজবুত। সম্পর্ক এগিয়ে যাবে তরতরিয়ে

কর্কট রাশি (Cancer) এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। সাদা গোলাপ দিন কর্কট রাশির জাতক জাতিকাকে। সাদা গোলাপ সম্পর্ককে মজবুত করবে

সিংহ (Leo) এই রাশির অধিকর্তা গ্রহ সূর্য। কমলা বা নীল গোলাপ এই রাশির জন্য শুভ। এতে সম্পর্ক হবে মজবুত। একই রংয়ের অন্য কোনও জিনিসও দিতে পারেন।

কন্যা রাশি (Virgo) এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। লাল রঙের গোলাপ দিন। এতে সম্পর্ক হবে মজবুত। চাইলে নীল গোলাপও দিতে পারেন। সম্পর্ক হবে মজবুত।

তুলা (Libra) গোলাপি রংয়ের গোলাপ আদর্শ প্রেম ও সম্পর্ক মজবুত করার জন্য। এর সঙ্গে দিন সাদা বা গোলাপী রঙের পোশাক। এতে সম্পর্ক হবে মজবুত।

বৃশ্চিক রাশি (Scorpio) এই রাশির জন্য হলুদ রঙ শুভ। গোলাপ দিবসে হলুদ রঙের গোলাপ দিন মনের মানুষকে।  এতে ভালোবাসা হবে মজবুত। মেনে চলুন শাস্ত্র মত।

ধনু (Sagittarius) এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। কমলা বা হলুদ রঙের গোলাপ এই রাশির আদর্শ রং। এতে ভালোবাসা দৃঢ় হবে।

মকর রাশি (Capricorn) এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। লাল গোলাপের সঙ্গে নীল গোলাপ দিতে পারেন এই রাশির ছেলে মেয়েকে।

কুম্ভ রাশি (Aquarious) বেগুনি রঙ শুভ কুম্ভ রাশির জন্য শুভ। আপনারা ভালোবাসার মানুষকে দিতে পারেন বেগুনি রঙের বা সাদা রঙের গোলাপ। সম্পর্ক মজবুত হবে।

মীন (Pieces) বৃহস্পতি হলুদ রঙ পছন্দ করেন। এই রাশির মানুষ হলুদ রঙ পছন্দ করেন। তাই গোলাপের রংও অন্য হওয়ার কারণ নেই।