BY- Aajtak Bangla
13 OCTOBER, 2023
কিছু গাছ এবং গাছপালা ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা গ্রহ ও নক্ষত্রের অশুভ প্রভাবও কমায়।
শুরু হবে দুর্গাপুজো- নবরাত্রি। জানেন দেবী দুর্গার প্রিয় ফুল ও পাতা কী কী?
বিশ্বাস করা হয় যে নবরাত্রিতে দেবী দুর্গার সবচেয়ে প্রিয় ফুল হল লাল জবা।
নিষ্ঠা করে এই ফুল নিবেদন করলে, সবচেয়ে খুশি হন দশভুজা।
শমীর পাতা বা লজ্জাবতী গাছের পাতা দেবী দুর্গার প্রিয়। এই পাতা নিবেদন করাও শুভ।
বিশ্বাস করা হয়, দুর্গাপুজোয় লাল জবা ফুলের সঙ্গে দুর্গাকে শমী পাতা নিবেদন করলে সব সংকট দূর হয়।
নবরাত্রির সময় রোজ দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করা উচিত। এই ফুল দিয়ে দেবীর পুজোর বর্ণনা বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে।
নবরাত্রিতে, জবা এবং শমীর একটি মাত্র পাতা নিবেদন করলে, দেবী ভগবতীর অপার আশীর্বাদ পাবেন।
দেবীকে শমী পাতা নিবেদনের সময় প্রথমে সিঁদুরে ডুবিয়ে দিন। দেবীর ধ্যান করার সময়, ইচ্ছে মনে রাখবেন এবং এরপরে দেবীকে শমী পাতা নিবেদন করুন।
যেভাবে ভগবান বিষ্ণুর কপালে তুলসী বসানো হয়, সেভাবে শমী পাতা নিবেদন করুন।