BY- Aajtak Bangla

ভুলেও বাড়িতে মা লক্ষ্মীর এমন ছবি রাখবেন না! সুখ- টাকা চলে যাবে 

16 NOVEMBER 2024

সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। 

বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখা শুভ বলে মনে করা হয়। তাহলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।

বিশেষ করে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীর ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয়।

যে বাড়িতে উত্তর দিকে লক্ষ্মীর ছবি থাকে, সেখানে কখনও অর্থের অভাব হয় না।

তবে দেবী লক্ষ্মীর ছবি লাগানোর আগে একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি।

বাস্তুশাস্ত্র অনুসারে,  দেবী দাঁড়িয়ে আছেন এরকম লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখবেন না বাড়িতে।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই ধরনের মূর্তি বা ছবি রাখলে নেতিবাচকতা বাড়ে।

যে বাড়িতে মা লক্ষ্মীর এই রূপ মূর্তি স্থাপন করা হয়, সেখানে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে।

এর পাশাপাশি বাড়ির আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানে বসবাসকারীরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

বাড়ি হোক বা অফিস, শুধু এমন মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন, যেখানে দেবী বসে আছেন।