BY- Aajtak Bangla
09 November, 2023
ধনতেরাস উৎসবকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ১০ নভেম্বর ধনতেরাস পালিত হবে।
বিশ্বাস করা হয় ধনতেরাসে সোনা কিনলে ১৩ গুণ বৃদ্ধি হয়।
প্রতি বছর ধনতেরাস উৎসব কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়, যা দীপাবলির দুই দিন আগে পড়ে।
একই সঙ্গে ধনতেরাসে লক্ষ্মী ও কুবেরের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
জানুন এই দিনে লক্ষ্মী-কুবেরের পুজো এবং সোনা কেনার সেরা সময় কী হবে।
ধনতেরাসের দিন, লক্ষ্মী, গণেশ, ধন্বন্তরী এবং কুবেরের পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
এদিন সন্ধেয় সর্বোত্তম সময় ৫টা ৪৭ থেকে ৭ট ৪৫ পর্যন্ত।
ধনতেরাসে বেলা ১১টা ৫৭ মিনিট পর থেকে সোনা কিনতে পারেন। এর পর থেকে সারাদিন সোনা কেনা শুভ হবে।